Posts

Showing posts from February, 2018

শুটকি মাছের উপকারিতা জেনে নিন:

Image
শুঁটকি মাছের পুষ্টিগুণ ও উপকারিতাঃ রুচিবর্ধক খাবারগুলোর মধ্যে শুঁটকি মাছ অন্যতম। কাঁচা মাছে লবণ মাখিয়ে কড়া রোদে শুকানো হয় (বড় ও অধিকাংশ মাছের বর্জ্য অংশগুলো ফেলে দেয়া হয়)। তাই মাছের দেহের পানি বা তরল অংশ শুকিয়ে যায়। ফলে এ মাছে কোনো জীবাণু জন্মাতে পারে না। তবে শুঁটকি মাছ কৌটায় বন্দি বা স্যাঁতস্যাঁতে স্থানে রাখলে ফাঙ্গাস পড়ে যায়। প্রচুর পরিমাণে রৌদ্রে শুকানো হয় এ মাছ। তাই এতে ভিটামিন 'ডি'-এর (সূর্যের আলোতে থাকে ভিটামিন 'ডি') পরিমাণ রয়েছে পর্যাপ্ত অনুপাতে। ভিটামিন 'ডি' হাড়, দাঁত, নখের গঠন মজবুত করার জন্য যথেষ্ট জরুরি। শরীরে ভিটামিন 'ডি'-এর অভাবে ছোটদের রিকেটস নামের হাড়ের অসুখ হয়। রিকেটস হলে শিশুদের লম্বা হাড়ের গঠনে দুর্বলতা ও সমস্যা থাকে। হাড় হয়ে যায় ভঙ্গুর। এ একই সমস্যা বড়দেরও হয়। বড়দের ক্ষেত্রে একে আমরা বলি অস্টিওম্যালাসিয়া। এ অসুখগুলো দূর করতে শুঁটকি মাছের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। রুচিবর্ধক খাবারগুলোর মধ্যে শুঁটকি মাছ অন্যতম। কাঁচা মাছে লবণ মাখিয়ে কড়া রোদে শুকানো হয়, তাই মাছের দেহের পানি বা তরল অংশ শুকিয়ে যায়। ফলে এই মাছে কোনো জীবাণু জন্মাতে পারে ন...

মাঝারি লইট্যা শুটকি, মূল্য মাত্র ৫০০/- প্রতি কেজি

Image
এই লইট্যা শুটকি ছোট ছোট পিচ করে ফ্রাই করলে খুবি দারুন স্বাদের হয়।

ছোট ঝুমকা ছুরি, ভর্তার জন্য খুবি ভালো।

Image
টাটকা রোদে শুকানো বিষ মুক্ত ছুরি শুটকি।  অর্ডার এর জন্য ফোন করুন: 01829-253935(Mr.Salam )

মলা শুটকি, ভর্তার জন্য খুবি দারুণ।

Image
দুই তিন কেজি কিনে রাখলে পুরো বছর জুড়ে খেতে পারবেন।

শুটকি রেসিপি

Image
১) লইট্র্যা শুটকির ভুনা উপকরণ : লইট্র্যা শুটকি ২০০ গ্রাম। রসুন মোটা করে কাটা হাফ কাপ, পেঁয়াজ মোটা করে কাটা হাফ কাপ, লাল শুকনো মরিচ ৪/৫ টি, কাঁচা মরিচ আস্ত ২/৩টি, হলুদ গুড়া ২ চা চামচ, মরিচের গুড়া ১ চা চামচ, লবণ পরিমাণ মতো, তেজপাতা ২টি, তেল পরিমাণ মতো এবং পানিও পরিমাণ মতো। প্রণালী : প্রথমে একটি কড়াইয়ে পানি দিয়ে তা গরম করে তাতে শুটকি মাছ দিয়ে প্রায় ৫মিনিট ফুটিয়ে নিতে হবে। এখন শুটকি মাছের পা নি ফেলে দিয়ে তারপর একটি পাত্রে অল্প গরম পানিতে শুটকি মাছ ভিজিয়ে রেখে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে তা পরিস্কার পানিতে আবার ধুয়ে নিতে হবে। এখন একটি কড়াইয়ে তেল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ, তেজপাতা, শুকনো মরিচ শুটকি মাছ ও লবণ দিয়ে ভাল ভাবে ভাজা ভাজা করে তাতে একে একে হলুদ গুড়া, মরিচের গুড়া ও পরিমাণ মতো পানি দিয়ে চুলায় রাখতে হবে প্রায় ১০ মিনিট। নামানোর আগে কাঁচামরিচ দিয়ে নামাতে হবে। (২) Beshto Search শুটকিরেসিপি কি কিভাবে মজাদার শুটকি রান্না করেন? যে যার রেসিপিগুলো উত্তর লিখে জানান আমাদের l রান্না-বান্না ৭ -তে রেজিস্ট্রেশন করো উত্তর (৪) মন্টি মনি মহাগুরু ২৮ সেপ্ট. ২০১৩ লইট্র্যা শুটকি...

ভিন্ন স্বাদের হাঙগর শুটকি

Image
ভিন্ন স্বাদের হাঙগর শুটকি উপজাতিদের কাছে বেশ পছন্দ, ভি.আই.পি রেস্টুরেন্ট এ বিদেশীদের জন্য রাখতে পারেন। কক্সবাজার থেকে ঢাকার ভিতর পরিবহন খরচ ১০০/- ঢাকার বাইরে ১৫০/- প্রতি কেজি। অর্ডার করতে কল করুন 01812-945587(Mr. Salim). অর্ডারের আগে ছবিটি কপি করে আপনার নাম ঠিকানা সহ পেইজের ইনবক্সে সেন্ড করবেন।

ফাইস্যা শুটকি,লবণ ও বিষ মুক্ত

Image
হাল্কা আগুনে পুড়ে পেয়াজ মরিচ দিয়ে ভর্তা বানালে খুবি মজা হয় এই ফাইস্যা শুটকি। কক্সবাজার থেকে ঢাকার ভিতর পরিবহন খরচ ১০০/- ঢাকার বাইরে ১৫০/- প্রতি কেজি। অর্ডার করতে কল করুন 01812-945587(Mr. Salim). অর্ডারের আগে ছবিটি কপি করে আপনার নাম ঠিকানা সহ পেইজের ইনবক্সে সেন্ড করবেন।

এস.এ পরিবহনে পার্শ্বেল হবে যে কোন জেলায়

Image
এস.এ পরিবহনে পার্শ্বেল হবে যে কোন জেলায়। কক্সবাজার এর ১০০% বিষ মুক্ত শুটকি। অর্ডার করতে ফোন করুন ? 01829-253935(Mr.Salam).

টেকচান্দা/ছোট রুপচান্দা, ছোট সাইজ থেকে শুরু করে মাঝারী আর বড় পাওয়া যায়।

Image
অর্ডার করতে ফোন করুন 01829-253935(Mr. Salam) কক্সবাজার থেকে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ প্রতি কেজি ১০০/- আর ঢাকার বাইরে ১৫০/-

সারা বাংলাদেশে উন্নত মানের শুটকি সবার হাতে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর

Image
কক্সবাজারের উন্নত মানের বিষ ও ললবণ মুক্ত শুটকি পার্শ্বেল যোগে পাঠানো হয়। যোগাযোগ করুন- 01829-253935(Mr.Salam)