অনেকে শুটকি কিনে না রান্না করতে জানে না বলে, আসলে শুটকি হলো সৌখিন খাবার যারা পছন্দ করে তাদের জন্য, তাই শুটকি সাধারণত নিয়মিত রান্না হয় না, তবে চিন্তার কোন কারণ নেই, এখন ইউটিউব বা গুগলে শুটকি রেসিপি নিয়ে হাজারো টিপস আছে, যেখান থেকে শিখে অনায়াসে রান্না করা যায়।